টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন তিনি।
টুঙ্গিপাড়া পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
বিকেলে বৈঠক করবেন কোটালীপাড়ার নেতা–কর্মীদের সঙ্গে। তবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেবেন না। আওয়ামী লীগ সভাপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে লড়বেন।
কাআ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত