টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সুখবর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ মে ২০২২, ১৯:০৮ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯

ঈদের খুশির মধ্যেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আরেকটি সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে একধাপ ওপরে উঠল লাল-সবুজের দল।

আজ বুধবার প্রকাশিত হয়েছে আইসিসির নতুন র‍্যাঙ্কিং তালিকা। যেখানে একধাপ উন্নতি হয়ে অষ্টম স্থানে উঠে এসেছে মাহমুদউল্লাহর দল।

২০১৯ সালের মে থেকে সব টি-টোয়েন্টি সিরিজগুলোর ফল বিবেচনা করিয়ে সাজানো হয়েছে এই তালিকা। এর মধ্যে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে নবম অবস্থানে আছে শ্রীলঙ্কা। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোহিত শর্মার দল।


ভারতের পরেই আছে ইংল্যান্ড। ২৬৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংলিশরা। তিনে আছে পাকিস্তান। বাবর আজমদের রেটিং ২৬১। এর পরে ২৫৩ রেটিং নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে আছে অস্ট্রেলিয়া(২৫১), নিউজিল্যান্ড (২৫০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪০)।

এ ছাড়া ২২৬ রেটিং পয়েন্ট নিয়ে দশে আছে আফগানিস্তান। ১৯৩ রেটিং নিয়ে ১১তম স্থানে আছে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত