টিকা নেয়ার ৫ দিন পর করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৯:৫৫ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৩২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ এমরান আলী (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর মারা গেলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহ এমরান আলী গত ৪ এপ্রিল নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা টিকার প্রথম ডোজ নেন। ওইদিনই তিনি জ্বরে আক্রান্ত হলে রাত ২ টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত