টাকা না দেয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টরের মারধরের অভিযোগ

  শফিক স্বপন , মাদারীপুরঃ

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৯:১৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩২

টাকা না দেয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টরের মারধরের অভিযোগে বাংলাবাজার শিমুলিয়া রুটে দেড় ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি  নিয়ন্ত্রনে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রীরা দূর্ভোগ পোহান।

 জানা যায়, মঙ্গলবার সকালে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানোর পরিপ্রেক্ষিতে লঞ্চটির স্টাফ সেলিম শেখের কাছে ৫ শ টাকা দাবী করেন  টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১শ টাকা দিতে রাজী হয়। এনিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন সেলিম শেখকে মারধর করে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে  বাংলাবাজার শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘন্টা পর সাড়ে ১০ টায় লঞ্চ চলাচল শুরু হয়।

আহত স্টাফ সেলিম শেখ বলেন, প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১শ  টাকা করে নেয়। কিছুদিন ধরে সে লঞ্চগুলো থেকে আরো বেশি টাকা নিচ্ছে।  আজ সে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেয়া হয়েছে দাবী করে ৫শ টাকা দাবী করে। দিতে রাজী না হওয়ায় সে আমাকে মারধর করে রক্তাক্ত করে। আমরা তার বিচার চাই। এ ব্যাপারে টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেনের নাম্বারে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত