টাকার দ্বন্দ্বে বড় ভাই খুন হল ছোট ভাইয়ের লাঠির আঘাতে  

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৯

আজ দুপুরে মাদারীপুরের সাহেবরাপুর ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাই ফালান বেপারী খুন হয়েছেন ছোট ভাই কালাম বেপারীর লাঠির আঘাতে।  স্বজন ও পুলিশ জানায় ফালান বেপারীর ছেলে শামিম বেপারীর নিকট থেকে তার চাচা কালাম বেপারী কয়েক মাস আগে জমি বিক্রি করবেন বলে দশ হাজার টাকা বায়না বাবদ  নিয়ে জমি দলিল না দেওয়ায় বায়নার টাকা শামিম বেপারীর বাবা ফালান বেপারী ফেরৎ চাইলে ছোট ভাই কালাম বেপারী দরজার লাঠি দিলে তার মাথায় আঘাত করলে সাথে সাথে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপর কালাম বেপারীর পরিবার নিয়ে পালিয়ে যায়। কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত