টঙ্গীবাড়ীতে অটো উল্টো এক যাত্রী নিহত
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৫৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:০৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটো উল্টো এক যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই প্রাইমারি স্কুলের সামনে পাকা রাস্তার উপর অটোরিকশা রিক্সা উল্টে পড়ে গিয়ে অটোরিক্সার যাত্রী মোঃ মিনাল হক শেখ (৫০) গুরম্নতর আহত করে। তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করে। নিহত মিনাল উপজেলার চাপ গ্রামে কালাই শেখের ছেলে।
জানা গেছে, নিহত দুপুর ১২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও, তৌলকাই নামক স্থান হতে অটোরিক্সায় উঠে টঙ্গীবাড়ী বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছালে অটো রিক্সাটি বিপরীত দিক হতে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে উল্টে পড়ে যায়। এ সময় নিহত মাথায় গুরম্নতর যখম হলে অটো রিক্সা চালক স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে অটোতে উঠিয়ে চিকিৎসার জন্য টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপেস্নক্রের কর্তব্যরত চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্তড়্গরণের করনে ওই ব্যাক্তির মৃত্যূ হয়েছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত