টঙ্গীবাড়িতে ১২ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১৫:৩০ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারং সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাছিমা আক্তার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মাসুম, যুবউন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন প্রমুখ।
এ ছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলার ১১ইউপি চেয়ারম্যান। নবনির্বাচিত সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এবং আগত সকল ইউপি চেয়ারম্যান দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত