টঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা  

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ১৯:১৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭

মুন্সীগঞ্জে পূর্বশ্রুতার জেরে সোহরাব খান (৬০) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত সোহরাব খানের ছেলে জনি খান (৪২) গুরুতর আহত হয়েছেন।  

আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহরাব খান দিঘিরপাড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।তিনি দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে মূলচর গ্রামের ভোলা মেম্বারের ছেলে রিজভী ও তার সাথের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সোহরাব খানকে। এসময় বাবা সোহরাব খানকে বাঁচাতে জনি খান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।  

নিহতের বিষয়টি শিকার করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা সোয়েব বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত