টঙ্গীবাড়ীতে বাদল মিজি হাসপাতাল সিলগালা
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৯:৫৬ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:০০
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় উপজেলার টঙ্গিবাড়ী বাজারস্থ পশ্চিম আমতলীতে বাদলমিজি স্পেশালাইজড হাসপাতালটি সিলগালা করা হয়েছে।
গতকাল ১৪ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় মান্না দাস। ডাঃ প্রণয় মান্না দাস বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত