টঙ্গীতে পোষাক কারখানায় আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৩, ২৩:১৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জি জে কেপস এন্ড হেডওয়ার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টঙ্গীর সাতাইশ এলাকায় রাত ৮ টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে এটি চারপাশে ছড়িয়ে পড়ে।

‘খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। আগুনের কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত