টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক কর্মী নিহত
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৪৬ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় মো. জাফর উল্লাহ (৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এরমধ্যে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য জানায়। আটকদের মধ্যে শাহীন (২২) ও রাকিব (২৪) পুলিশ হেফাজতে আছে। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় টঙ্গী হাসপাতাল থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুরস্থ ফায়ার সার্ভিসের সামনের রাস্তায় একদল ছিনতাইকারী জাফর উল্লাহকে ছুরিকাঘাত করে গলায় ও থুতনির নিচে জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।
নিহতের ভাই আমান উল্লাহ জানান, জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। টঙ্গীতে এক আত্মীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পড়ে মারা যান তিনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত