ঝরে পড়ার গল্প 

  নন্দিতা ঊর্মি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৬:০৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

ঝরে পড়ার গল্প 
...........................নন্দিতা ঊর্মি

স্নিগ্ধ হাওয়ার তালে তালে, সুর তোলে বুলবুল
বৃষ্টি হঠাৎ ওঠে নেচে, ভীষণ মাতাল ফুল
ঝড়কে বুকে আগলে রেখে, সুগন্ধ ছড়ায়
ভুলে থাকে অতৃপ্ত ক্ষণ, পাথর সময় 
বেঁচে থাকা নেশার যেনো ভাসায়- ডোবায়, দিক ভুলে যায়
ঠিক ভুলে যায় 
ভালোবাসার ওম মেখে গায়, ফুল ঝরে যায় 
হায়!  কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়! 

রাতের বুকে মাথা রেখে, কুয়াশার জল গুনগুন গায়
হিম হিম পৌষ, নরম ঠোঁটে আদর আঁকে আলতো ছোঁয়ায় 
প্রেম কি মোহ!  জীবনও তাই! মিথ্যা- সত্য টানাপোড়ন 
মিছে বুঝি ভালোবাসা, ব্যাকুল- আকুল বোধ ও রোদন
সূর্যস্নানে প্রভাত আলোয়, মৃত্যু দুয়ার যায় খুলে যায় 
আলিঙ্গনে, সঙ্গোপনে শিশির বিন্দু ঠিক ঝরে যায়। 
হায়! কষ্ট হয়!  ভীষণ কষ্ট হয়। 

অনল পোড়া চাঁদও যেমন,  রাত আকাশে জোছনা বিলায় 
ভোরের আযান ডেকে বলে, সময় হলো বিদায় বেলার
এমনিভাবেই জন্ম- মৃত্যু, দিন শুরুতে রাত চলে যায়
এমনি করেই রাত জোছনা, আদুরে ফুল,শিশির বিন্দু সব ঝরে যায় 
যদিও কষ্ট হয়,  তবু সময় গড়ায়।
হায়! এমনি করেই  
সব ঝরে যায়!
সব ঝরে যায়!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত