জয়যুগান্তর ৩য় বর্ষে পদার্পণ করায় নন্দীগ্রামে আলোচনা সভা ও কেক কর্তন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৮:৪২ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:২৪

দৈনিক জয়যুগান্তর ৩য় বর্ষে পদার্পণ করায় বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। এ উপলক্ষে দৈনিক জয়যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধির আয়োজনে শনিবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক জয়যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি অদ্বৈত কুমার আকাশ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত