জে,কে ফাউ‌ন্ডেশ‌নের পক্ষ থে‌কে ঈদ সামগ্রী বিতরণ  

   লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২২:১২ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:১১

মুন্সীগ‌ঞ্জের লৌহজং উপ‌জেলার বেজগাঁও ইউ‌নিয়‌নের বড় বেজগাঁও এলাকায় জে, কে ফাউ‌ন্ডেশনের পক্ষ থে‌কে ১হাজার প‌রিবা‌রের মা‌ঝে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়। এই ঈদ সামগ্রী ম‌ধ্যে র‌য়ে‌ছে, সেমাই, লবন, ডাল, মুরগী, চি‌নি ও ১০ কেজি চাল।

জে,কে ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম¨vb আলহাজ্ব এম,বি, এইচ মোঃ জু‌য়ে‌লের সভাপ‌তি‌ত্বে এসময় প্রধান অ‌তি‌থি  ছি‌লেন বেজগাঁও ইউ‌পি চেয়ারম‌  মোঃ ফারুক ইকবাল মৃধা,  অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন জে, কে ফাউ‌ন্ডেশ‌নের কো -চেয়ারম  কা‌নিজ ফv‌তেমা ক‌লি, সমাজ সেবক মোঃ খো‌র‌সেদ আলমসহ আ‌রো অ‌নে‌কেই।

এসময় জে,কে ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যানের আলহাজ্ব এম,বি, এইচ মোঃ জু‌য়ে‌ল বলেন আমরা প্রতিবছর ঈদ উপলক্ষে এসব উপহার দিয়ে থাকি, ভবিষ্যতে এই আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত