জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানিয়ে সম্মেলনে চূড়ান্ত খসড়া চুক্তি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৩২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৩
দুবাইয়ে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন থেকে চূড়ান্ত খসড়া চুক্তি ঘোষণা করা হয়েছে।
নতুন চুক্তিতে কঠোর ভাষায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের কথা না বলে স্পষ্টভাবে সরে আসার কথা বলা হয়।
এর আগে মঙ্গলবার কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনের আলোচনা বাড়তি সময়ে গড়ায়।
রাতভর আলোচনা শেষে বুধবার নতুন চুক্তির ঘোষণা আসে।
কপ-২৮ সম্মেলনের পর্দা মঙ্গলবার নামার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্যে না পৌঁছানোর কারনে বাড়তি সময় নিতে হয়।
সোমবার জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত খসড়া চুক্তিকে দূর্বল আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করে বেশ কয়েকটি দেশ। এর আগের একটি খসড়া প্রস্তাবনায় লেখা হয়েছিল। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সোমবারের সর্বশেষ খসড়ায় সে কথা ছিল না।
সম্মেলনে কোনও চুক্তি হতে হলে অংশ নেওয়া দেশগুলোকে এর সঙ্গে একমত হতে হয়ে। আলোচনায় বাড়তি সময় নিয়ে সে চেষ্টাই করা হয়।
নরওয়ের পরিবেশ বিষয়ক মন্ত্রী এসপেন বার্থ ইডে বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে বিশ্ব এ প্রথম একত্রিত হয়েছে। এটি তীব্র কূটনীতির ফলাফল।
উল্লেখ্য, জলবায়ু সংকটের জন্য জীবাশ্ম জ্বালানি মূলত দায়ী। তাই জাতিসংঘ প্রধান জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে একমত হতে আগেই দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন।
তবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়তে থাকলেও এখনও বিশ্বে জ্বালানির প্রায় ৮০ শতাংশই আসে জীবাশ্ম জ্বালানি থেকে।
এদিকে বরাবরের মতো এবারও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিরোধিতা করছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত