জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন আব্দুল মোমেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৫:৫২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪

জি-২০ শীর্ষ সম্মেলন এবার ভারতে হবে এবং অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। আগামী ১ থেকে ২ মার্চ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে বাংলাদেশ তার ইস্যুগুলো তুলে ধরবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এবছর জি-২০ এর চেয়ারম্যান। দেশটি এবার একটি ইউনিক কাজ করেছে, তারা সাউথ-সাউথের মতামত নেওয়ার জন্য জি-২০ এর সদস্য নয় এমন ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। এরমধ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মার্চ ১-২ তারিখে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের তার ইস্যুগুলো তুলে ধরবে। আমাদের জন্য এটি একটি বড় সম্মান। কারণ আমরা উন্নয়ন অংশীদারদের একটি ফোরাম পেয়েছি, যেখানে আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরতে পারবো।’

বাংলাদেশ কী কী ইস্যু নিয়ে আলোচনা করবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সেগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে যাবেন, ওদের পররাষ্ট্র সচিব আসবেন এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত