জাল ব্যালটে ভোট দেওয়ার চেষ্টা, দুইজনের জেল-জরিমানা
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১৮:২৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩২
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বড় রকমের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার চেষ্টা কালে এক মেম্বার প্রার্থীর দুই কর্মীকে গ্রেফতার ও জেল-জরিমানা করা হয়েছে। এঘটনায় ওই বুথে দুই ঘন্টা ভোট গ্রহন বন্ধ রাখা হয়।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তাহার দাখিল মাদরাসা কেন্দ্রের একটি বুথে মোরগ মার্কা প্রতীকের মেম্বার প্রার্থী তামিম হোসেনের দুই কর্মী মানিক মন্ডল ও মাসুদ রানা জাল ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করে। এসময় সন্দেহ হলে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার ওই দুইজনকে আটক করে পুলিশে দেয়। এসময় ওই দুইজনের নিকট থেকে ১৫টি জাল ব্যালট পেপার উদ্ধার করা হয়। এঘটনায় ওই বুথে ভোট গ্রহন বন্ধ রাখা হয়। বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রিট আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাস করে কারাদন্ড দেন। এর পরই ফের ভোট প্রদান শুরু হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত