জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮
জামালপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জেলা বিএনপি শহরে শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রায় বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। শোভাযাত্রা শেষে জামালপুর ফৌতি কবরস্থানে ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত