জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

প্রকাশ : 2024-12-14 17:40:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

জামালপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জেলা বিএনপি শহরে শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রায় বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। শোভাযাত্রা শেষে জামালপুর ফৌতি কবরস্থানে ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।