জামালপুরে রোকেয়া দিবসে ১৪ জয়িতাকে সংবর্ধনা প্রদান
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫
আন্তর্জাতিক নারী নির্যাত প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ কেটাগরিতে ১৪জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সভা কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।
সভায় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, স্থানীয় সরকার বিভাগের (ডিডি) এলডি মৌসুমী খানম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জামালপুর সদর ইউএনও জিন্নাত শহীদ পিংকি, জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) কামরুন্নাহার ও প্রভাষক তারিকুল ফেরদৌস প্রমুখ।
সভায় নির্বাচিত জয়িতারা অনেক ঘাতপ্রতিঘাত পার করে তাদের সাবলম্বি হওয়ার গল্প শুনান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত