জাপানে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
জাপানে ভূমিকম্পে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২ জানুয়ারি) জাপানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সরকারপ্রধান।
জাপানের মধ্যাঞ্চলে নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তাহত হয়েছে অসংখ্য। বহু ভবন ধসে গেছে। বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে। ভূমিকম্পে জাপানের ঘরবাড়িসহ বিভিন্ন ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাশপাশি সড়ক ফেটে বা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজও কঠিন হহয়ে পড়েছে। বিস্তারিত
চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক ও সুনামির ঝুঁকি আছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত