জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন আয়োজন

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৭:০২ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৪:১১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল আটটার দিকে মেহেরপুর জেলা পরিষদ চত্ত¡রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, হারুন অর রশিদ, চাঁদ আলি, ওমেদ উদ্দিন, বেগম সালেহা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আব্দুস সাত্তার, হায়দার আলী খান সহ প্রায় শত জন মুক্তিযোদ্ধা। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত