জাতীয় শোক দিবস উপলক্ষে কাউনিয়ায় পুমাকের ফ্রিচক্ষু চিকিৎসা প্রদান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৭:১৬ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:২৮
কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মুল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
পুমাকের আয়োজনে বিনা মুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম। পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল অ্যালামনাই এসোশিয়েশন অব কাউনিয়া (পুমাক) এর আয়োজনে ও সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় কাউনিয়া দ্বি-মূখি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে দিন ব্যাপি এই কার্যক্রম পরিচালনা করে পুমাক। বিভিন্ন জটিল রোগের চিকিৎসার পাশাপাশি বিনামুল্যে ঔষধ ও চশমা বিতরন করা হয়। এবং চোখে ছানি পড়া রোগিদের অপারেশনের ব্যাবস্থাও করেন তারা। এসময় উপস্থিত ছিলেন পুমাকের সভাপতি শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের ডাঃ কামরুল হাসান সোহেল, পুমাকের সাঃ সম্পাদক মোঃ হুমায়ন কবির তারা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ এস এম কামাল, ডাঃ মোঃ ফেরদৌস হাসান জনি, ডেপুটি রেজিষ্টার (বেরোবি) মোঃ তারিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ আবু সায়েম প্রমূখ। এসময় পুমাকের সভাপতি জানান সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্যে আগামীতে আরো চক্ষু শিবির পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত