জাতীয় পার্টির মুখপাত্র ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:১৪ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫১

সুনীল শুভ রায় ( ফাইল ছবি)

জিএম কাদেরের অংশ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সাবেক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির (জাপা) মুখপাত্র ঘোষণা করেছে রওশন এরশাদের অংশ। সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চেয়ারম্যান রওশন এরশাদের অনুমোদনক্রমে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দলের মুখপাত্র করা হয়েছে। পার্টির প্রেস ও মিডিয়ার সব দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনে পছন্দের আসন না পাওয়া ও আর্থিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত আবারও ভেঙেছে হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। এবারের দ্বন্দ্বের দৃশ্যপটে ফের ভাবি-দেবর। দেবর জিএম কাদেরকে দলের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। 

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে এনে স্বপদে বহালের আহ্বান জানিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত