জাতীয় পার্টির ইফতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১৯:১৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১১

 আগামী ২৩ এপ্রিল বিকেলে হোটেল রেডিসন মিলনায়তনে অনুষ্ঠেয় কুটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের দেওয়া ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবরে জাপা চেয়ারম্যানের দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু ও দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবিরুল ইসলাম জাপা চেয়ারম্যানের দেওয়া আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।  

জাপা চেয়ারম্যানর আমন্ত্রণপত্র পৌঁছে দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। এ সময় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত