জাতির পিতার জন্মদিনে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবারের তালিকা নেই

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৮:৫৩ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১২:৫৪

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করার কথা থাকলেও কিকি খাবার দেয়া হবে সেই তালিকা কর্তৃপক্ষ মেডিকেলের কোথায় টাংগিয়ে দেয় নি। ফলে উন্নত মানের খাবার নিয়ে সংশয় তৈরী হয়েছে। ইতোপূর্বে নিম্নমানের খাবার নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি। তার ইচ্ছা অনুযায়ী এখানে পরিবেশন করা হয় খাবার। রোগিদের কাছ থেকে জানা গেছে দুপুরে একপিচ কক/পাকিস্তানী মুড়গির মাংস, একটি ডিম, একটি মিষ্টি, একটু ডাল ও একটু সালাত দেয়া হয়েছে। যা প্রায় প্রতিদিনের খাবার এমনই হয়। বাবুড়চি কর্তৃক জানাগেছে ৩৭ জন রোগির খাবার তৈরী করা হয়েছে। কিন্তু তার বিতরণের ট্রেতে ১৪টি ডিম দেখা গেছে। এখানেও সন্দেহের দানা বাধে। জাতির পিতার জন্মদিনে উন্নত মানের খাবার তালিকা কেন টাংগান হলো না তা জানতে নার্স ইনচার্জের কাছে গেলে তিনি ছিলেন না, এর পর আরএমও এর রুমে গেলে জানাগেছে তিনি ছুটিতে আছেন। এরপর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে মুঠোফোন ০১৭০১২৪৮৭৩৯ নম্বরে ফোন করা হলে তিনি রিসিব করেন নাই। জনগন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দিনদিন বেরেই চলেছে। এসব দেখার কেউ নেই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত