শ্রীনগরে শিক্ষার্থীদের মাঝে হেল্থকার্ড বিতরণ
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১৮:৩৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬
শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর মাঝে হেল্থ কার্ড বিতরণ করা হয়েছে। ১৯ মে রবিবার দুপুরে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এসব হেল্থ কার্ড বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর রিপন ( বি পি এ)জেলা প্রশাসন আয়োজিত ইউ এন ও মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলার ডি সি মোঃ আবু জাফর রিপন ।
তিনি বলেন, আজকের সুস্থ ছাত্র ছাত্রীরাই উন্নত শিক্ষার মধ্য দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আসলাম খন, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম, শিক্ষার্থীদের বক্তব্য রাখেন সপ্তম শ্রেণির মোঃ সামসুল আরেফিন ইহান, নবম শ্রেণির মাইশা আক্তার, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মনতোষ কুমার ধর ও আফিফা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাগন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ সুশীল সমাজের লোকজন ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত