জলাবদ্ধতায় নাকাল কাউনিয়া, সমন্বয় নেই কৃষি ও মৎস্য বিভাগের
প্রকাশ: ২১ জুন ২০২২, ২০:২৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৯
টানা ভারী বৃষ্টি আর তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জলাবদ্ধতায় নাকাল কাউনিয়া উপজেলা। সমন্বয় নেই কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের, ফলে হাজার হাজার মানুষ পানি বন্দি সহ ক্ষতি হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখাগেছে, এমন কোন গ্রাম নেই যে গ্রামে বানি বন্দির ঘটনা নেই। স্থানীয়রা জানায় বেশ কয়েকদিন থেকে টানা ভারী বৃষ্টি ও তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছারাও বিভন্ন গ্রামে প্রভাবশালীসহ ক্ষুদ্র ও মাঝারি মাছের খামরাীরা পানি প্রবহ বন্ধ করে রাখায় পানি বের হতে না পারায় জলাবদ্ধতায় পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সচেতন মহল মনে করছেন অপরিকল্পিত ভাবে মাছের খামার, বাড়ি-ঘর নির্মান, ব্যাক্তিগত আক্রশ, ব্রীজ কলভাটের মুখ বন্ধ করা সহ পানি গতিপথে নানা বাঁধার কারনে জলাবদ্ধতা এবং মানুষ সৃষ্ট বন্যার সৃষ্টি হচ্ছে।
একজন আক্ষেপের সাথে জানান, সব কিছু প্রশাসন জানে দেশে আইন আছে কিন্তু এই জনদুর্ভোগ লাঘবের কোন কার্যকর ব্যবস্থা গ্রহন হয় না। নিজপাড়া কানিপাড়া গ্রামের কাদের, আলম, ফিরোজ, ছানবআলী সহ অনেকে জানান, তারা প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন থেকে জলাবদ্ধায় রয়েছে, প্রশাসন ও জনপ্রতিনিধিদের বলে কোন সমাধান হচ্ছে না। একজন ব্যাক্তির কারনে এতোগুলো পরিবার পানি বন্দি হয়ে আছে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, পানি বের করে দেয়ার জন্য প্রায় ৩০০ ফিট পাইপ দরকার, প্রশাসনসহ চেয়ারম্যান কে জানিয়েছি, আশা করছি সমাধান হবে, তবে এটা স্থায়ী সমাধান নয়।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী ও টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, কৃষি ও মৎস্য বিভাগের সমন্বয় না হলে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, বিভিন্ন গ্রামে জলাবদ্ধতার খবর পেয়েছি, কৃষি কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছি। এছাড়াও বিষয়টি মন্ত্রী মহদয়কে জানাব। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পানি বন্দি থেকে মুক্তি চায়। ৯৯
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত