জন্মাষ্টমী উপলক্ষে শিবগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৯:৪৪ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:১০
বগুড়ার শিবগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে বাংলদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রাম নারায়ণ কানু রামু'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সুবির কুমার দত্তর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহন লাল কানু, আশিষ কুমার রায়, প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়, শ্যামল মোদক, প্রভাষক নয়ন সরকার। আরো উপস্থিত ছিলেন উত্তম কুমার মোহন্ত, প্রিতম মোদক, প্রভাষক তন্ময় প্রামানিক, উত্তম অধিকারী, উদয় সরকার, উৎপল কুমার মোহন্ত, প্রশান্ত পাল প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে ১২টি ইউনিয়নের ও ১টি পৌরসভার প্রায় দেড় সহস্রাধিক নারী পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত বলেন, মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে অবতার ভগবান ২ দিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত