জনগনের প্রান্তিক সেবা প্রদান করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত-বগুড়া জেলা প্রশাসক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৩ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন প্রান্তিক পর্যায়ে সাধারন জনগনের সমস্যা সমাধান করতে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী নিয়েজিত রয়েছে। কোন মানুষ যেন সরকারি সেবা থেকে বি ত না হয় সে বিষয়ে সর্বদা প্রস্তুত সকল সরকারি দপ্তর গুলো। সাধারন মানুষ যেন কোন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সকল প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মনোযোগী হতে হবে। জনগনের কাক্ষিত সেবা প্রদানের মাধ্যমে সরকারের সফলতা ঘটানো সম্ভব।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগনের প্রত্যাশা বিষয়ক গনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত গনশুনানিতে সর্বস্তরের সাধারন মানুষরা তাদের কাক্ষিত সেবা পেতে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। গনশুনানিতে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগনের প্রত্যাশা নিয়ে কথা বলেন, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, গনমাধ্যমকর্মী খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রান্তিক কৃষক রফিকুল ইসলাম আনজু, অসহায় দরিদ্র নারী রাবেয়া বেগম, ফাহিমা বেগম, শারীরিক অসুস্থ্য ব্যক্তি সারোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। গনশুনাতিতে জেলা প্রশাসক বিভিন্ন অসহায় ব্যক্তিদের কথা শুনে দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য, সেলাই মেশিন প্রদান করেন। এর আগে জেলা প্রশাসক মহোদয় আদমদীঘি থানা পরিদর্শন, উপজেলা ভুমি অফিস পরিদর্শন, পুশিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, বিনাহালী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং বিনাহালী আশ্রয়ন প্রকল্পের দরিদ্র অসহায়দের মাঝে শুকনো খাবার বিতরন করেন। বিকেলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম উপজেলা পরিষদের নতুন গেটের ভিত্তিপ্রস্তর এবং উপজেলা নির্বাহী অফিসার নতুন বাস ভবনের শুভ উদ্ধোধন করেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত