জঙ্গি সংগঠন শারক্বীয়া’র দাওয়াতি শাখার প্রধানসহ গ্রেফতার ৪
প্রকাশ: ৯ মে ২০২৩, ১১:২০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৮
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দাওয়াতি শাখার প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। সিলেটের বন্দর থানার বড়শালা বাজার এলাকা থেকে সোমবার [৮ মে] তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুন ওরফে সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত