ব্রিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ
ছোট বেলা থেকেই সন্তানকে আদব কায়দায় বড় করতে হবে
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪
ছোট বেলা থেকেই বাবা মাকেই দায়িত্ব নিতে হবে তাদের সন্তান কে আদব কায়দার সাথে বড় করা। এরপরে স্কুলে দিলেন দ্বিতীয়ত শিক্ষকদেরকেই দায়িত্ব হবে পরবর্তীতে মানুষ করে তোলার।
ব্রিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ এ কথা বলেন।তিনি শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে (৩০ নভেম্বর) হলি কোরআন পঞ্চগড় আয়োজিত ‘‘বর্তমান চ্যালেঞ্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ওসুশিক্ষা প্রদানে অভিভাবকদের করণীয়’’ শীর্ষক প্যারেন্টিং প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
এইচ এম মোঃ মনিরুল ইসলাম মোল্লা’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুফতি মনোয়ার হোসেন খতিব বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ ও পরিচালক মাদরাসাতুল মাদিনাহ বগুড়া, এইচ এম রায়হানুল কাবির পারেন্টিং কোচ শিক্ষক প্রশিক্ষক ,পরিচালক আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ঢাকা, একে এম নজরুল ইসলাম লেখক গবেষক ও ইসলামি স্কুল বিশেষজ্ঞ বগুড়া, মিজান রহমান মিজান লেখক ও অনুবাদক বই; সম্পর্ক আল-মুহাদ্দিসাত সাইকোলজি অফ চাইল্ড চট্রগ্রাম। উপস্থিত ছিলেন পৃষ্টপোষক তৌহিদুল ইসলাম সাবেক মেয়র পঞ্চগড় পৌরসভা, ও মনির হোসেন চেয়ারম্যান ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ বাংলাদেশ।
ব্রিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ বলেন স্ত্রী সন্তান, আতœীয় স্বজন পাড়াপ্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করতে হবে। সন্তান কোথায় যায় কি করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
বাবার জন্য সন্তানরা অধির আগ্রহে অপেক্ষা করে বাবা কখন আসবে। স্ত্রীরাও স্বামীর জন্য অপেক্ষা করে। বাবা অবশ্যাই কিছু নিয়ে আসবে। তবে রিকসাওয়ালারা তা পারেনা। এখন আমরা রিকসা ওয়ালাদের তুই তুকারি করে ডাকে এত আমার খুব কষ্ট। এটা দুঃখজনক আজকাল অনেক বাচ্চারাই সালাম দিতে শিখেনা। তবে অনেকে আমরা রিকসাওয়ালাদের মামা বলে ডাকি। আমি ও তাদের মামা বলে ডাকি। ভুল করলে ক্ষমা চেয়ে নিবেন।দুঃখ প্রকাশ করলে তো ক্ষতি নেই। তিনি বলেন , ছোটোদের ¯েœহ করবেন। তাহলে আপনাকে সন্মান পাবেন। কাউকে সাহায্য করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আজকাল আমাদের সাহায্য করার লোক পাওয়া কঠিন। যানবাহনে অথবা যেকোন জায়গায় উচ্চস্বরে কথা বলবেন না। কারন উচ্চস্বরে কথা বললে অন্যের সমস্যা হয়। সন্তানদের ছোটোতেই ইংলিশ শেখাবেন। কারন বড় হলে শিখবেনা। তাদের বই পড়াবেন। আজকাল বাচ্চারা বই পড়েনা। শুধু মোবাইল টিপে। সন্তানদের ঘরের কাজ শেখাবেন। গরীবদের প্রতি দয়ালশীল হবেন যদি গরীবের প্রতি দয়াশীল হোন তাদের যাকাত দেন তবে গরীব মানুষ কমে যাবে।অনুষ্ঠানে ৫ শতাধিক পূরুষ-নারীর পাশাপাশি তরুণ-যুব ও যুবকরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত