ছাগলসহ চোর গ্রেপ্তার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১৯:০৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:২৫

বগুড়ার নন্দীগ্রামে ছাগলসহ এক চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বাংলাবাজারের হযরত আলীর মুদিখানা দোকানের সামনে হতে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী ছাগলসহ আব্দুর রাজ্জাক (২৮) নামে এক চোরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সে বগুড়ার শেরপুর উপজেলার পূর্বঘোষপাড়া গ্রামের মোংল্লা শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত