চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

  নড়াইল প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:১৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬

 

নড়াইলের তুলারামপুর এলাকায় গরুচোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে ওই এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিন জন গরু চুরি করতে যান। কুকুরের ডাকে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকারে গ্রামবাসী চোরদের ধাওয়া করে পিটুনি দিলে তিন জন নিহত হন। তাদের কাছে থাকা মোবাইল ফোনে কথা বলে গ্রামের লোকজন জানতে পারেন, দুজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।

সদর থানার ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিন জনের মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে।’

কা/আ 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত