চিত্তরঞ্জন মাইতির কিছু গল্প উপন্যাস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৪:৪৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪১
চিত্তরঞ্জন মাইতি( ৪ ফেব্রুয়ারি ১৯২৫ ― ১৩ অক্টোবর ২০১৩) ছিলেন আধুনিককালের অন্যতম জনপ্রিয় লেখক, গল্পকার ও ঔপন্যাসিক। শিশুসাহিত্যিক হিসাবেও তাঁর পরিচিতি ছিল।
চিত্তরঞ্জন মাইতির জন্ম ১৯২৫ খ্রিস্টাব্দের ৪ঠা ফেব্রুয়ারি বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। পিতা নলিনীজীবন মাইতি এবং মাতা নির্মলা মাইতি। তাঁর স্কুলের পড়াশোনা স্থানীয় কলাগেছিয়া হাই স্কুলে। এখান থেকেই তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর কাঁথির প্রভাতকুমার কলেজ থেকে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ পাশ করেন।
এম.এ পাশের পর প্রথমে কিছুদিন কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ ও তারপর আশুতোষ কলেজে অস্থায়ী অধ্যাপক হিসাবে কাজ করেন। পরে সুরেন্দ্রনাথ মহিলা কলেজে (সুরেন্দ্রনাথ কলেজের প্রাতঃ শাখা) বাংলার বিভাগীয় প্রধান হন এবং এখান থেকেই অবসর গ্রহণ করেন।
তাঁর সাহিত্যচর্চা শুরু হয় স্কুল জীবন থেকেই। স্কুলজীবনে লেখা প্রথম গল্প প্রকাশিত হয় "শিশু সাথী" পত্রিকায়। বাংলার বহু পত্র পত্রিকায় তাঁর লেখা গল্প, প্রবন্ধ, উপন্যাসের বিপুল সম্ভার এবং প্রকাশিত রচনার সংখ্যা দেড় শতাধিক। কবি হিসাবেও তাঁর পরিচিতি ছিল। বাংলা কাব্য নিয়ে যেমন অন্তরঙ্গ আলোচনা করেছেন "বাংলা কাব্য প্রবাহে", তেমনই লোকসঙ্গীতের প্রভাব বিষয়ে বক্তব্য প্রকাশ পেয়েছে "বাংলা লোকসঙ্গীতে লোকজগৎ লোকমানস" গ্রন্থে। শিশু-কিশোরদের উপযোগী অনেক ছড়া, কবিতা, প্রবন্ধ ইত্যাদিও রচনা করেছেন। আত্মজৈবিক উপন্যাস "পাতার ভেলা ভাসাই" একটি প্রসিদ্ধ রচনা। একাধিক ভারতীয় এবং বিদেশি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। "আঁধার পেরিয়ে" সহ আরো তিনটি উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে।
রচনাসম্ভার
অক্ষয়বটের কড়চা
অগ্নিকন্যা
অথ হংসমুরলী কথা
অধরা মাধুরী
অনন্যা
অনুরাগিনী
অনেক বসন্ত দুটি মন
অন্দরের নজরুল বাইরের নজরুল
অমৃত নিকেতন
আকাশ হারিয়ে যায়
আপনঘর
আর্যঅনার্য
আলোর পাখি
আঁধার পেরিয়ে
এক নায়িকার উপাখ্যান
কখনো মেঘ কখনো আলো
কন্যা কাশ্মীর
কলাবতী
কলাভূমি কলিঙ্গ
কমল হীরে
কালের কল্লোল
কালের রাখাল
কালু ডাকাতের রহস্য
কিন্নর মিথুন
ছড়াছবিতে জানোয়ার
ছড়াছবিতে পাখি
ছড়াছবিতে ফুল
ছড়াছবিতে বর্ণপরিচয়
ছড়াছবিতে যানবাহন
জয়িতা
ঠিকানার খোঁজে আবার মহেঞ্জোদাড়ো
ডাঃ জনসনের ডায়েরি
তিন্নির রোদ আর বৃষ্টি
তুমি রবে নীরবে
ত্রিবেণী
দূরের বাঁশি
দেবযানী মার্ডার কেস
দোহা তিসি গোংগা
নামকরণ অভিধান
নির্জন নির্ঝর
নির্জনে খেলা
নির্জনে সজনে
নির্ঝরের গান
নিষাদী
নীলাঞ্জনা
পদধ্বনি
পরম লগন
পরমা
পাতার ভেলা সাজাই
প্রভু আমার প্রিয় আমার
ফরেস্ট বাংলো
বর্ষা বসন্ত ছুঁয়ে
বাংলা কাব্য প্রবাহ
বাংলা লোকসঙ্গীতে লোকজগৎ লোকমানস
বীর্যবতী বীরভোগ্যা ( দুটি খণ্ড)
বৈজয়ন্তী
ভোরের রাগিনী
মধুমাধবী
মন অরণ্য
মন্থন
মনের মধ্যে মন
মরুমৃগয়া
মহাকালের বন্দর
মারিয়ম
মুম্বা
মোহিনী
মৃগনয়নী
'রাজরোষে আদালতের আঙিনা
রিসেপশনিস্ট
রুরু
রোদ বৃষ্টি ভালবাসা
ললিত বসন্ত
লীলারহস্য
লীলাসঙ্গম
শাহজাদা শুজা
শৈলপুরী কুমায়ুন
শ্রেষ্ঠ গল্প
সকরুণ বেণু
সন্ন্যাসী সম্রাট
সাইক্লোন
সেই সব মাটি, সেই সব মানুষ
সোনালী ডানার পাখি
স্বপ্ন শিখর
স্বপ্নের সওদাগর
হিরণ্যগড়ের বধূ
জীবনাবসান
বাংলার জনপ্রিয় ঔপন্যাসিক চিত্তরঞ্জন মাইতি ২০১৩ খ্রিস্টাব্দের ১৩ই অক্টোবর ৮৮ বৎসর বয়সে প্রয়াত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত