চিতলমারীতে ভাংচুর-সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার-২৩
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৯:৫৪ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩২
বাগেরহাটে চিতলমারীতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কলেজ ছাত্রী’র অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। হামলা ও ভাংচুরের ঘটনায় চিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হাওলাদার বাদী হয়ে ৫৯ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কটুক্তি এবং অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল মুন্সি বাদী হয়ে কলেজ ছাত্রী রনিত বালা রনিকে আসামী একটি মামলা করেছেন। ভাংচুরের মামলায় ২২ জন এবং ধর্ম অবমাননার মামলায় রনিত বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে চিতলমারী থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমš^য়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধর্ম অবমাননা নিয়ে সৃষ্ট অনাকক্সিখত ঘটনায় দুটি মামলা করা হয়েছে। ভাংচুরের মামলায় ২২জনকে এবং ধর্ম অবমাননার মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ, ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কটুক্তি ও অবমাননা করে পোস্ট দেওয়া এবং ভিডিও ভাইরাল করার অপরাধে রবিবার (১৯ জুন) রাতে শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রনিত বালা রনি (১৮)কে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২০ জুন) দুপুরে রনিত বালা রনির বিচারের দাবিতে মিছিল করে এবং থানায় প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ বাঁধা দিলে সংঘর্ষে রুপ নেয়। এসময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয় জনতা। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পুলিশও ২৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে ১২ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।এসময় পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হোসেনের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি, ৪টি মোটরসাইকেল ও থানার কাচের জানালা ক্ষতিগ্রস্থ হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত