চিকিৎসায় নোবেল পেলেন সুইডেনের জিনতত্ত্ববিদ এসভান্তে প্যাবো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ১৫:৫৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ এসভান্তে প্যাবো। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় এ বছরের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেল অ্যাসেম্বলি জানায়, বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য এসভান্তে প্যাবো এবার চিকিৎসায় নোবেল পেলেন।  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত