চলে গেলেন কাউনিয়া সাবেক মেম্বার নুরুল ইসলাম

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:১৮ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৬

কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল মেম্বার নুরুল ইসলাম গত রোববার রাতে নানা জটিল রোগে ভুগে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি .....রাজিউন)। তিনি ভারতসহ ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। 

হাজারো মানুষের অংশগ্রহনে পরদিন সোমবার উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে আরাজি খোর্দ্দ ভুতছাড়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ২বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন কাউনিয়া কলেজ ও কাউনিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ ও কেন্দ্রীয় কবরস্থানসহ স্থানীয় মসজিদ মাদ্রাসায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ও তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,এলাকার নানা শ্রেণী পেশার মানুষ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত