চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি শুরুর প্রথম দিনে চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটে ইপিজেড থানাধীন সলগোলা ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়া হয়। তবে আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে, যাত্রী সেজে বাসটিতে উঠে দুই যুবক আগুন দিয়ে নেমে গেছে। 

এর আগে, সোমবার রাত ১০টায় নগরীর জিইসি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি বিয়ের অনুষ্ঠানে পটিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সকালে সলগোলা ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটি যাত্রী নেওয়ার জন্য সলগোলা ক্রসিংয়ে দাঁড়ায়। এমন সময় যাত্রীবেশে দুই লোক উঠে আগুন দিয়ে নেমে যায়। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত