চট্টগ্রামে আগুনে পুড়লো ১৬ আড়ত
প্রকাশ: ২ মার্চ ২০২৩, ১৩:০৫ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:২০
চট্টগ্রামের ফিশারিঘাটে আগুনে পুড়েছে ১৬টি মাছের আড়ত। বুধবার (১ মার্চ) রাত ১১টায় এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস লামার বাজার স্টেশনের সিনিয়র স্টেশনে কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ‘ফায়ার সার্ভিসের লামার বাজার ও নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, ‘আগুনে ১৬টি আড়ত পুড়েছে। এসব আড়তে মাছ, ককশিটসহ নানা কিছু ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত