"গ্রীম্মের উত্তাপে" - বিনয় মন্ডল
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:৪০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২২:২৮
"গ্রীম্মের উত্তাপে"
বিনয় মন্ডল
.
পৃথিবীর অন্ধকার শেষ হলে ফুটে ওঠে আলো
বুক ভরা নিশ্বাস লাগে বেশ ভালো।
সারা মাঠ জুড়ে শুয়ে থাকে গর্ভবর্তী ধান
গ্রীম্মের উত্তাপে কৃষক পুড়ে হয় খান খান।
চারিদিকে ফোটে ফুল ওঠে ফল ঘরে
কৃষাণীর ভরে মন হৃদয়ে আনন্দ ধরে।
বৈশাখে থৈ থৈ জল শুকালে বিলে খালে
জেলেরা হাঁটু জলে মাছ ধরে জালে।
রৌদ্রের উত্তাপে পাখি সব উড়ে বসে উঁচু উঁচু ডালে
বসন্তে কোকিল ফিরে আসে-তুমি নাই গ্রীষ্মকালে।
মেঠো পথ ধরে নির্জনে চলে গরু গাড়ি
ধূলা বালি গায়ে মেখে বধূ যায় বাপের বাড়ি।
ভালো থেকো ষড় ঋতু ভালো থেকো দেশ
গ্রীম্মের উত্তাপে পুড়ে আছি বেশ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত