গ্রামি এওয়ার্ড ২০২৪- ইতিহাস গড়লেন টেইলর সুইফট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ |  আপডেট  : ৬ মার্চ ২০২৫, ২১:৫০

চতুর্থবারের মত গ্রামি এওয়ার্ড জিতে ইতিহাস গড়লেন পপ সুপারস্টার টেইলর সুইফট। রবিবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় ৬৬ তম গ্রামি এওয়ার্ড আসর। 

টেইলর সুইফট এখন সর্বোচ্চ আয়কারী কনসার্ট সঙ্গিত শিল্পী। ৩৪ বছর বয়সী তারকা "মিডনাইটস" এলবামের জন্য বর্ষসেরা এওয়ার্ড নিজের করে নিয়েছেন।
মিউজিক কিংবদন্তি ফ্র্যাঙ্ক সিনাত্রা, পল সাইমন এবং স্টিভি ওয়ান্ডার সর্বোচ্চ তিনবার গ্রামি জিতেছেন।

মঞ্চে, সুইফট বলেছিলেন যে, "এটি আমাকে খুব খুশি করে তোলে, আমি গান লেখা ও গাওয়া চালিয়ে যেতে চাই।" তার সাথে ভক্তদের ধন্যবাদ জানান।(রয়টার্স)

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত