গ্যাস ট্যাবলেট খেয়ে নন্দীগ্রামে নারীর মৃত্যু
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১৫:৩৯ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৩
বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে বুলি রাণী (৪০) নামে এক বিধবা নারী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টারদিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাটকড়ই গ্রামের আমিন্দ্রনাথ তার মেয়ে বুলি রাণীকে ১৩ বছর পূর্বে একই গ্রমের শঙ্কর চন্দ্রের সাথে বিয়ে দেন। ২ বছর ঘরসংসার করার পরে তার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে সে বাবার বাড়িতে থাকতো। তার কোনো সন্তান ছিলো না। পারিবারিক অশান্তির কারণে মঙ্গলবার সন্ধ্যায় বুলি রাণী সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে শয়ন ঘরে শুয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। বুলি রাণীর মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত