গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

রাজধানীর গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৩ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটোকলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের যানবাহনের মধ্যে ১৯১টি যানবাহনে ভাঙচুর এবং ২৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ১৮টি স্থাপনায় ভাঙচুর এবং ১১টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বমোট ৫১৯টি যানবাহন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে রবিবার (৩ ডিসেম্বর) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে ১টি ও দিনাজপুর ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত