গাবতলীর কাগইলে টিসিবির পন্য বিক্রি উদ্বোধন

  আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১ জুলাই ২০২২, ১৯:৩৮ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:২০

১লা জুলাই-২২ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নে বানিজ্য মন্ত্রনালয়ের অধিনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি’র পন্য ( তেল, চিনি, মসুর ডাল) বিক্রি উদ্বোধন করা হয়েছে। মেসার্স বিস্মিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী টিসিবি পন্য বিক্রির ডিলার সাইদুল রহমানের পরিচালনায় উক্ত পন্য বিক্রি উদ্বোধন করেন কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আশরাফ আলী, প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম. শিক্ষক কমলা কান্ত সাহা,  আখি বেগম, ফিরোজ আহম্মেদ, ইউপি সদস্য বাবলু মিয়া, আব্দুস ছাত্তার, মুঞ্জরুল আলম মুঞ্জ, স্থানীয় যুবলীগ নেতা কৃষ্ণ কুমার, শাহীন মিয়া, ভোলা নাথ, আবুল হোসন, আনোয়ার হোসেন, তারেকুজ্জামান তারেক’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য, কাগইল ইউনিয়নের ৯শত ৮৬জনের মধ্যে জনপ্রতি (প্রতি কার্ডধারী) মোট ৪’শত ৫টাকা’য় (২লিটার সোয়াবিন তৈল, ২কেজি মসুর ডাল, ১কেজি চিনি পন্য বিক্রি করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত