গাবতলীতে সড়ক দুর্ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোল্লা মারা গেছেন

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ২০:৫৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩

বগুড়ার গাবতলী নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী বিএনপিনতো আশরাফুল হক গোল্লা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হয়েছেন। (ইন্নানিল্লাহে...ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামের মৃত মেহের আলীর পুত্র। 

বুধবার (২৬ শে জানুয়ারী২২) আশরাফুল হক গোল্লা ব্যাক্তিগত কাজ শেষে বগুড়া শহর থেকে তার নিজস্ব মোটর সাইকেল চালিয়ে গাবতলীর সুখানপুকুর ডঙরগ্রামে নিজবাড়িতে ফিরছিলন। পথিমধ্য গাবতলী পৌরসভাধিন খলিশাকুড়া নামক স্থানে বিকেল সাড়ে ৪ টায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

 স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে  নেয়া হলে বিকেল সোয়া ৫ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃতকালে তিনি স্ত্রী সন্তানসহ বহুগুনগ্রাহী রেখে  গেছেন। সে ব্যাক্তিগত জীবনে গাবতলীতে দলিল লেখকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি বিএনপির রাজনীতি করতেন। আগামী ৩১ শে জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার গাবতলী সুখানপুকুর ইউনিয়ন হতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে টেলিফোন (প্রতিক) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। আশরাফুল হক গোল্লার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

অপরদিকে বিএনপির নেতা আশরাফুল হক গোল্লার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করিয়াছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত