গাবতলীতে রাজু আহম্মেদ স্পোটিং ক্লাবের ফুটবল টুর্ণামেন্ট
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ২০:৫১ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:২৪
বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের আটবাড়ীয়া মধ্যপাড়ায় রাজু আহম্মেদ স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট গতকাল ৮ই জানুয়ারী শনিবার বিকাল ৩ঘটিকায় স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ ঢাকা জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাট এর প্রোগ্রাম অফিসার মাঈনুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউপির সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী শিল্পী আলম, সোনারায় ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম বাবু। সাংবাদিক রফিকুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সোনারায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জুলফিকার রহমান শ্যামল, সমাজসেবক মাইদুল ইসলাম, আলরাফুল আলম জাদু, আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, আব্দুল হান্নান, রাব্বী আহম্মেদ’সহ গন্যমান ব্যক্তিবর্গ। খেলায় মহাস্থান বিপুল একাদশ বনাম মহিমাগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত