গাবতলীতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা  

  আল আমিন মন্ডল

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১৮:০৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮

আগামী ২৪শে অক্টোবর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির কর্মীসভা সফলের লক্ষ্যে  সোমবার দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুঞ্জুর মোর্শেদ ও সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন। উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এসএম রাঙ্গা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, মশিউর রহমান সুমন, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক আরাফাত রহমান, সোহেল মন্ডল, ইলিয়াছ হোসেন উজ্জল, শহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুর রহমান লেমন, যুবদল নেতা এমডি রতন, আব্দুল হালিম, মালেক মোক্তাদির, সাইফুল ইসলাম, মুকুল মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন, সহ-সভাপতি  সেলিম সরকারসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত