গাবতলীতে প্রধানশিক্ষক মারপিট ঘটনায় মামলা

  বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১৮:০৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮

বগুড়ার গাবতলী মাজবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম’কে মারপিটের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ওসি গাবতলী’কে আদেশ দেন।
 
মামলা সূত্র জানায়, উক্ত হাইস্কুলের সভাপতি নজরুল ইসলাম শাহ ৪টি শূন্যেপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতিপক্ষরা ম্যানেজিং কমিটি ও নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করলে আবেদন করে ডিজি প্রতিনিধি না পাওয়ায় সভাপতি নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠেন। এর জেরধরে গত ১৫ই অক্টোম্বর বিকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বিদ্যালয়ের কাজে উপজেলা চত্ত¡রে আসেন এবং কাজশেষে গাবতলী সোনালী ব্যাংক থেকে ৩লক্ষ টাকা উত্তোলন করে বাড়ী ফেরার পথে নজরুল ইসলামসহ আরো ৪/৫জন অপরিচিত সন্ত্রাসী জাহিদুল’কে জোরপূর্বক অপহরন করে বিআরডিবি অফিসের উত্তরপার্শে^ নিয়ে যায়। সেখানে তাকে জীবননাশের ভয়ভীতি সহ হুমকি দেখিয়ে মারপিট করে ১শত টাকা মূল্যের ৪টি সাদা নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন। এসময় তার নিকটে থাকা ৩লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে আহত অবস্থায় তারা অপরিচিত একটি জিএনজিতে উঠিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আহত জাহিদুল ১৬ই অক্টোম্বর বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা নেন। এরপর জাহিদুল ইসলাম বাদী হয়ে বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম শাহ (৪৩), ২নং আসামী সহ আরো ৪/৫জন’কে অজ্ঞাত আসামী করে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গাবতলী আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৪৮৪ সি/২৩(গাবতলী)। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের করতে গাবতলী মডেল থানার ওসি’কে আদেশ দেন। 
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত