গাবতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১০:২০ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ হস্তান্তর বিষয়ক এক সংবাদ সম্মেলন গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, পিআইও রাশেদ ইসলাম, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা (ভোরের দর্পণ), সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল (ইনকিলাব/উত্তর কোণ), সাবেক সভাপতি এনামুল হক (করতোয়া), সাংবাদিক আবু মুসা (ভোরের কাগজ), সাব্বির হাসান (যায়যায়দিন), শামীম (আনন্দ টিভি), রিয়াজ মাহমুদ (চ্যালেন এস), তোহাব রহমান (চ্যালেন এস এর ক্যামেরা পার্সন), আরিফুর রহমান বয়েল (মুক্তবার্তা)সহ আরো অনেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত